গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে ১৩৯টি ইয়াবাসহ তানিয়া আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংস্থাটির সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকা থেকে নির্বাহী হাকিম শেখ সালাউদ্দিন দিপুর নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তানিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।
তিনি আরো জানান, আসামি মহিলা হওয়ায় গোপালগঞ্জ জেলা কারাগারের মহিলা কারারক্ষী দিয়ে তার দেহ তল্লাশি করে ইয়াবা মাদক জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান, বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্স।