গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১।

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০২:১১ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরহী আমিন শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার আহত হয়েছেন তার দুলাভাই আবু সাঈদ শেখ (২৩)।

শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর শেখের ছেলে। আহত আবু সাঈদ শেখ ফরিদপুর জেলার দিগনগর গ্রামের ইসাহাক শেখের ছেলে। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে নিহত আমিন শেখ ও তার বোন জামাই আবু সাঈদ শেখ সদর উপজেলার নিজরা যাচ্ছিলেন।

পথে মোটরসাইকেলটি পাথালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কের ওপর পড়ে যান। সেসময় একটি ঢালাই মেশিনবাহী ট্রলি আমিন শেখকে চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন শেখকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: