মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে মাইক্রোবাসের চাপায় খুশি বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু।

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৩:২৯ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে রাস্তার পাসে দাঁড়িয়ে থাকা খুশি বেগমকে মাইক্রো বাসে ধাক্কা দিলে তিনি গুরুতর ভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত খুশি বেগম উপজেলা সদরের কলেজ মোড়ের মৃত হক সাহেবের স্ত্রী।


উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর রাত দশটা নাগাদ একই স্থানে বাস চাপায় স্থানীয় তিন যুবকের মৃত্যু হয়।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: