কোটালীপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০১:১৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্বমানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আয়নাল হোসেন শেখ ও গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা, সমাজসেবক, একাধিক পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী দেবদুলাল বসু পল্টু।

২৪ অক্টোবর শনিবার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ ও জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টু উপজেলার আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বিগত দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাড়িয়েছে। অতীতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হিন্দু এবং অন্য ধর্মাবলম্বীরা নির্যাতিত হয়েছে। সফল নেতৃত্বে সফলতায় বাংলাদেশে আজ সাম্প্রদায়িকের ভেদাভেদ নেই বললেই চলে। আমি বিশ্বাস করি বাংলাদেশকে এখন সাম্প্রদায়িক রূপে আর চিহ্নিত করা হয় না। বাংলাদেশের মানুষ ও উদার এবং পরমতসহিষ্ণু মানুষের মাঝে ধর্মীয় পার্থক্য বিদ্যমান। কিন্তু সেটা কোনভাবে বিভেদ সৃষ্টি করে না। অন্তত ইতিহাস তাই বলে। হিন্দু সহ অন্য ধর্মের ভাইবোনদের যখন নিজেদের সংখ্যালঘু ভাবতে হবে না আর যখন আমরা তাদের নাগরিক অধিকার পূর্ণরূপে নিশ্চিত করতে পারব তখনই হয়তো কল্যাণমুখী রাষ্ট্রের অভিমূখে যাত্রা করার আমাদের পক্ষে সম্ভব হবে। হয়ত তখনই মুক্তিযুদ্ধের সার্থকতা পূর্ণতা লাভ করবে।

জেলা পরিষদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক দেবদুলাল বসু পল্টু , সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে।তিনি বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূর্জা অর্চনা পরিচালনার জন্য পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারীবৃন্দগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: