গোপালগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ডাবল সোলার টেবিল ল্যাম্প বিতরণ।

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৬:৪৬ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে লোডশেডিং-এ লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের সোলার টেবিল ল্যাম্প বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার গোবরা ইউনিয়নের ৯ টি স্কুলের ১২০ মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব সোলার টেবিল ল্যাম্প তুলে দেয়া হয়।


গোবরা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান চেীধুরী (টুটুল) এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান।



 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান, সদর উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক খন্দকার মনিরুল আলম, বিশিষ্ট সমাজসেবক বাবুল আক্তার বাবলাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষক ও সভাপতি

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: