ভোগান্তি কমলো মুকসুদপুরের ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহকদের।

প্রতিবেদক - মোঃ রফিকুল ইসলামঃ
" গোপালগঞ্জ জেলার একটি উপজেলার নাম
হলো মুকসুদপুর..এতে অনেকেরই চোখ কপালে
উঠতে পারে.. এ আবার নতুন কি..? হ্যাঁ মুকসুদপুর
একটি ইতিহাস সমৃদ্ধ উপজেলা,পৌরসভার অধীনে থাকা এ থানার সাধারণ জনগণের দীর্ঘ
দিনের দাবীর মধ্যে একটি হলো - শহরমুখী মধ্যবিত্তদের প্রথম পছন্দের জনপ্রিয় ব্যাংক হলোঃ
"ডাচ্ বাংলা ব্যাংক ".. যেটার কোন বুথ বা ফার্স্ট ট্র্যাক এতদিন মুকসুদপুরে ছিলো না ! এখন বুথের
কাজ প্রায় শেষ । বুথের দায়িত্ব প্রাপ্ত জুনিয়র অফিসার বলেছেনঃ কবে নাগাদ বুথটি চালু হবে
এর সঠিক কোন তথ্য তার জানা নেই তবে সার্ভারের সকল প্রসেসিং শেষ হলে জানুয়ারির
মধ্যেই বুথটির শুভ উদ্বোধন হতে পারে !
বুথটি চালু হলে ভোগান্তি কমবে মুকসুদপুর
উপজেলার প্রায় ৩৩% গ্রাহকের ।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক - " জনাব রবিউল আলম সিকদার "..
ডাচ্-বাংলা ব্যাংককে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন..!