গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্য।

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪২ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জজেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের সদর উপজেলায় হামিদুল শরীফ নামে এক ইউপি সদস্যকে (মেম্বর) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে।



নিহত হামিদুলের বাড়ি সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন। হত্যার কারণ জানা যায়নি।



স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে গোপীনাথপুর বাজার থেকে হামিদুল শরীফ ভ্যানে করে নিজ বাড়ি শরীফপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।


সদর থানার ওসি মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: