কাশিয়ানীতে সদর ইউনিয়নের দুস্থদের মাঝে কম্বল বিতরণ।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়ন অফিসে ও ভাটিয়াপাড়া বাজারে চেয়ারম্যান মশিউর রহমান খানের সভাপতিত্বে উভয় স্থানে সর্ভ মোট প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এতে প্রধানঅতিথি হিসাবে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিসনার ভূমি মো. আতিকুল ইসলাম,থানা অফিসার ইন চার্জ মো. আজিজুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড মেম্বর সিরাজ মোল্লা, প্রত্যেক ওয়ার্ডের মেম্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ।