টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আরিফুর রহমান।
আজ বিকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তত্বাবধায়ক প্রকৌশলী শাহ নাইমুল কাদের,প্রকৌশলী মোঃ শাহ আলম, ,প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুনদার, ,প্রকৌশলী মো: রায়হান বাদশা, ,প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডল ,হিসাব রক্ষক অফিসার হাসান আলীসহ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।