গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আলোচনা সভা, হুইল চেয়ার ও বয়স্ক ভাতা বিতরণের মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ” ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ।
পরে ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৫ জন বয়স্ককে ভাতা প্রদান করা হয়।