গোপালগঞ্জ পৌরসভায় স্যানিটারী ন্যাপকিন প্রশিক্ষন শেষে ১৫ জনকে ৪৫ হাজার টাকা বিতরণ।

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জ পৌরসভার জেন্ডার এ্যাকশন প্লান (জিইপি) প্রকল্পের আওতায় কিশোরী স্বাস্থ্য সু-রক্ষায় ও নারীর অর্থনৈতিক সক্ষমতা সৃষ্টিতে ১৫ দিন ব্যাপি স্যানিটারী ন্যাপকিন প্রস্তুত করণ প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। আজ দুপুরে এ প্রশিক্ষন শেষে ১৫ জন নারী ও কিশোরীকে স্যানিটারী ন্যাপকিন প্রশিক্ষন সার্টিফিকেট ও প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। ভারপ্রাাপ্ত মেয়র মো: নাজমুল হাসান নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর খাদিজা বেগম, সৈয়দা আক্তার পাপিয়া, পৌর সভার সচিব কেজিএম মাহমুদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা জুলফিকর আলী মোল্যা, কমিটির উপদেষ্টা গোলাম কিবরিয়া কয়েছ, আস্থা সংস্থার সভানেত্রী নাদিরা সুলতানা শিল্পী প্রমূখ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: