টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু'র সমাধিতে ৪ বিচারপতির শ্রদ্ধা।

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫১ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের চার বিচারপতি।


তারা হলেন, বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহাসান, বিচারপতি এ.এন.এম. বসির উল্লাহ, বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি মোহাম্মদ উল্লাহ।


শুক্রবার (১৯  ফেব্রুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 


পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, জেলা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: