জুমার নামাজে গোপালগঞ্জ জেলা পুলিশের জনসচেতনতামূলক ব্রিফিং

সাইফুল ইসলাম / শহিদুল ইসলাম শহিদ ঃ
অদ্য ০৫/০৩/২০২১ খ্রিঃ শুক্রবার গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন তদন্ত কেন্দ্র/ফাঁড়ির আইসি ও বিটের এসআই/ এএসআইগন গোপালগঞ্জ জেলার ৫ টি থানার বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশগ্রহন করে একযোগে জুমার নামাজের খুৎবার পূর্বে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, গুজবে কান না দেওয়া, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, জাতীয় জরুরী সেবা ৯৯৯, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য, সিসি ক্যামেরা স্থাপন, জঙ্গি-সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, এরুপ জনসচেতনতামূলক কর্মসূচী এখন থেকে প্রতি জুমার নামাজেই অব্যহত থাকবে।
এরুপ কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টিসহ
সকলের সম্মিলিত প্রয়াসে গোপালগঞ্জ জেলার মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মারামারি, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, জঙ্গি-সন্ত্রাসবাদসহ যে কোন অপরাধ প্রতিরোধ ও প্রতিকারপূর্বক গোপালগঞ্জকে অপরাধমুক্ত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা।।
তথ্য দিন, সেবা নিন। আপনার পুলিশ আপনার পাশে।