গোপালগঞ্জ টুংগীপাড়া করোনা আক্রান্ত হয়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের মৃত্যু।

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০২ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


 গোপালগঞ্জ   জেলা প্রতিনিধি :

 করোনায় আক্রান্ত হয়ে ফরহাদ হোসেন {৪০} নামে এক প্রশিক্ষকের মৃত্যু  হয়েছে। আজ বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুরে বলমারী উপজেলায়।মৃত ফরহাদ হোসেন টুংগীপাড়া উপজেলা শেখ জামাল যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক পদে কর্মরত ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন জানান ও গত ১৯ এপ্রিল তিনি অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন করোণা পরীক্ষার জন্য নমুনা দেন।২০ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসছে। যেহেতু তার বাড়ি ফরিদপুরে তাই পরিবারের অনুরোধে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ রিফাত করা হয়। পরে বুধবার {২৮এপ্রিল }চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: