জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ এ শ্রেষ্ঠ কর্মকর্তা ইউএনও রথীন্দ্র নাথ রায়।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ এ উপজেলা কার্যালয়সমূহের কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে পুরস্কৃত হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়।
১১ জুলাই বিকাল সাড়ে ৪ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ পুরস্কার (সম্মাননা সনদ) নিবার্হী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় এর হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় বলেন, এই কৃতিত্ব আমার একার নয়, এ কৃতিত্ব কাশিয়ানী উপজেলার সকল শ্রেণী পেশাজীবী মানুষের।
তিনি আরো বলেন, কাশিয়ানীর রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ সকল শ্রেণী-পেশার মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আমার এই শ্রেষ্ঠত্ব অর্জন।