গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত। জরিমানা আদায়

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ০৮:৫০ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


শহিদুল ইসলাম শহিদ ঃ 

 সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক "লক ডাউন" কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ৪ আগষ্ট   বুধবার সকাল ১১ঃ০০ টা থেকে বেলা ০২ঃ৩০ টা পর্যন্ত  উপজেলার  টেংরা খোলা, বনগ্রাম, বাটিকামারী,মহারাজপুর, বরইতলা ও দিগনগর বাজারসহ  জনসমাগম স্থল   গোপালগঞ্জ  জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা ও উপজেলা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজুবায়ের রহমান রাশেদের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম  সাহেবের নেতৃত্বে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষুধ বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ০৫  টি মামলায়    পথচারি ও দোকানীদের কে সর্বমোট ১০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায়  সেনাবাহিনী,থানা পুলিশ, আনসার সদস্য  ও সাংবাদিকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: