গোপালগঞ্জের মুকসুদপুরের দুইগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসায় ভাসছে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রাশেদ

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের টেংরাখোলা ও ৬ নং ওয়ার্ডের গোপিনাথপুর এই দুইটি গ্রামের বেশ কিছু এলাকায় দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শত পরিবার পানি বন্দি হয়েছিল। বৃষ্টি নামলেই জলাবদ্ধতার কারনে পরিবার গুলো বাড়ী/ঘর হতে বাহিরে যেতে দারুণ সমস্যায় পড়তে হতো। ভুক্তিভোগিরা সংশ্লিষ্ট কর্তৃক পক্ষের কাছে সমস্যার সমাধান চেয়ে আবেদন করলেও কোন ফলাফল পাননি। এলাকার ভুক্তিভোগি লোকজন নিরুপায় হয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের কাছে সমস্যার সমাধান চেয়ে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর পৌর আওয়ামী
লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্যা, পৌরসভার ৫ নং ও ৬ নং ওয়ার্ডের
কমিশনার মোঃ জাকির হোসেন মিয়া ও মোঃ বাবুল মোল্যা সহ স্থানীয লোকজনকে সাথে নিয়ে ২০ আগষ্ট শুত্রুবার এবং ২১ আগষ্ট শনিবার ভোর হতে সার্বক্ষনিক নিজে দাড়িয়ে থেকে লিভার দিয়ে পানি নিস্কাসনের ব্যবস্থা করেছেন। যে ড্রেনগুলোতে মাটি, ময়লা ও আর্বজনার পড়ে পানি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেই ড্রেনগুলো থেকে লিভার দিয়ে মাটি, ময়লা ও আর্বজনা পরিস্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেছেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের প্রচেষ্টায় টেংরাখোলা ও গোপিনাথপুর দুইটি গ্রামের পানি নিস্কাসন করে কয়েকশত পরিবারকে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা করেছেন। এলাকার ভুক্তিভোগিরা উপজেলা নির্বাহী অফিসারের এ ধরনের সময়োপযোগি প্রশংসনীয় কাজের ব্যাপক প্রশংসা করেছেন।