২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালন

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১০:৪৭ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২১আগস্টে নিহতদের স্মরণ করা হয়েছে। 


কর্মসূচির মধ্যে শনিবার (২১আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে প্রথমে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আলাদাভাবে পুষ্পমাল্য অর্পণ করে ২১শে আগষ্টে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ ২১শে আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বর্ণি ইউপি'র সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: