গোপালগঞ্জের মুকসুদপুর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ০৯:০২ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


কাজী ওহিদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

 "বেশী বেশী মৎস্য চাষ করি, বেকারত্ব দুর করি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে ২৮ আগস্ট শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃখায়রুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ। বিশেষ অতিথি  ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেব দুলাল, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও 

দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি

কাজী মোঃ ওহিদুল ইসলাম, দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি হাদিউজ্জামান হাদি, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি শরিফুল রোমান, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি পরেশ  বিশ্বাস ও সাংবাদিক জাহিদুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের সম্পর্কে সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন।  ২৮ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। চলমান করোনা কালীন সময়ে সীমিত পরিসরে সপ্তাহ জুড়ে প্রচারে মাইকিং, ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: