সলঙ্গায় বিদ্যুতায়িত হয়ে যুবকের অকাল মুত্যু।

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৪:৫১ অপরাহ্ন   |   শোক সংবাদ


সলঙ্গায় বিদ্যুতায়িত হয়ে যুবকের অকাল মুত্যু।

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রেজাউল করিম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে থানার নলকা ইউনিয়নের এরান্দহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম ওই গ্রামের মৃত মজিবার খাঁর ছেলে।

৫ নং ওয়ার্ডের মেম্বর শাহ আলম এ মর্মান্তিক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সকালে বাড়ির পাশে গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে রেজাউল। গাছের ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতা বশত: ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। তখন গাছের উপরে থাকাবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। 

তার এই অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক সংবাদ এর আরও খবর: