সলঙ্গায় কিবলাতুর রহমান হজ্জ মিশন উদ্বোধন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় স্লুইচ গেট সংলগ্ন খাঁন মার্কেটের ২য় তলায় শনিবার শুভ উদ্বোধন হয়েছে "কিবলাতুর রহমান হজ্জ মিশন"নামের আরেকটি হজ্জ এজেন্সি প্রতিষ্ঠান। যাহার লাইসেন্স নং ১৪৩৩।
মাও : আব্দুর রহমান সাইফ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাও:কে,এম আব্দুল মজিদ। সঞ্চালনায় ছিলেন, সলঙ্গা ফাজিল মাদ্রাসার সহকারী মাও: ইলিয়াস মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- মুফতি মাও: আখতারুজ্জামান, মাও :ওবায়দুল্লাহ, মুহতামিম ইক্বরা নূরুল কোরআন মাদ্রাসা, হাফেজ মুফতি আব্দুল ওয়াহাব, মুহতামিম সলঙ্গা দিগর নূরানী হাফিজিয়া মাদ্রাসা, মোস্তফা জামান, অধ্যক্ষ মোস্তফা প্রি ক্যাডেট স্কুল, মাও: আনিসুর রহমান আল হাদী,হাফেজ মাও: নাজমুন নূর, মুহতামিম সলঙ্গা মদিনাতুল উলুম ক্বওমিয়া হাফিজিয়া মাদ্রাসা,গোলাম আম্বিয়া,বিশিষ্ট সমাজসেবক, জগজীবন পুর রানীণগর নূরানী মাদ্রাসার সহকারী মুহতামিম মাও: মোস্তফা কামাল এবং অন্যান্য আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন- মাও: তাজ উদ্দিন ফিরোজী, সাবেক সিনিয়র মাও: সলঙ্গা ফাজিল মাদ্রাসা।