বেনাপোল লুন্ঠিত মালামাল সাতক্ষিরা থেকে ১০৪ রোল কটন ফ্রেব্রিক্স ও কভার ভ্যান উদ্ধার, মূলহোতা সহ গ্রেফতার-২।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ন   |   সারাদেশ




মনা যশোর প্রতিনিধিঃ

মামলার বাদী মোঃ বুলবুল আহম্মেদ(৫০), গত ইং ০৯/০৪/২০২৫খ্রিঃ বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন। তিনি মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স পোর্ট সি এন্ড এফ এজেন্সি এর বেনাপোল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।তাদের প্রতিষ্ঠান বিভিন্ন আমদানিকারকদের মালামাল কাস্টম ক্লিয়ারেন্সিং শেষে আমদানিকারকদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকে। 


এরই ধারাবাহিকতায় গত ইং ৯/০৪/২০২৫খ্রিঃ অত্র প্রতিষ্ঠান হতে গাজীপুরের আমদানিকারক লাইলা স্টাইলের ১০৪ রোল ১০০% কটন ফ্রেব্রিক্স(যার অনুমান মূল্য- ২৫,০৯,৭১৯,৩৪/- টাকা) অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করলে বাদী তার পূর্ব পরিচিত রাজিব হাওলাদারের(৩৬) সাথে যোগাযোগ করলে সে উক্ত মালামাল পৌঁছে দিতে রাজি হয় এবং ঘটনার দিন ইং ০৬/০৪/২০২৫খ্রিঃ মামলার অপর আসামি ড্রাইভার রনি(৩৮) কে দিয়ে একটি কাভার্ড ভ্যান পাঠায়।


বাদী প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মালামাল কাভার্ড ভ্যানে উঠিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়।


মালামাল নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা অনুমান ১৮.১০ ঘটিকায় অত্র থানাধীন কাগজ পুকুর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত আসামি রাজিব সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাদের কাভার্ড ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। 


এরপর ড্রাইভার রনি গাড়িতে থাকা ছুরি দিয়ে বাদীকে প্রাণ নাশের ভয় দেখিয়ে চুপচাপ নেমে যেতে বলে, এসময় আসামি রাজিব ও অন্যান্যরা গাড়ির দরজা খুলে বাদীকে চড়থাপ্পড় দিয়ে টেনে হিচড়ে নামিয়ে দেয় এবং হুমকি দিতে থাকে যদি কোন প্রকার চিৎকার করে তবে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে আসামিরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


বাদীর এজাহারের প্রেক্ষিতে ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িত আসামিদের গ্ৰেফতারে জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় নিদর্শনা প্রদান করলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ অলক কুমার দে, পিপিএম সহ ডিবি ও থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং০৯/০৪/২০২৫খ্রিঃ অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকা হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার পূর্বক জব্দ করে। 


পরবর্তীতে ইং ১২/০৪/২০২৫খ্রিঃ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার এলাকার একটি কলোনী হতে মামলার ১নং আসামি রনি প্রকাশ মাছুম বিল্লাহ রনিকে গ্রেফতার করে। 


এসময় তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে এবং তার অপর সহযোগীদের নাম, ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে ইং ১২/০৪/২০২৫খ্রি পুনরায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদর থানাধীন রসুলপুর এলাকা হতে অপর আসামি শিবলুর রহমান(৩৫) কে গ্ৰেফতার করে পুলিশ। 


গ্ৰেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানাধীন বিসিক সংলগ্ন বিনোরপোতা এলাকা হতে ১০০ রোল কটন ফ্রেব্রিক্স উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্ৰেফতারকৃত ও অন্যান্য পলাতক আসামিরা পরস্পর যোগসাজোশ পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।


গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্ৰেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ 

১। মোঃ রনি প্রকাশ @ মাছুম বিল্লাহ রনি, পিতা- মোঃ হাফিজুল ইসলাম, সাং- আলীপুর, জেলা-সাতক্ষীরা,


২। শিবলুর রহমান, পিতা- আক্তার আলী, সাং- রাসূলপুর, জেলা- সাতক্ষীরা।


উদ্ধার-

১। ১টি কাভার্ড ভ্যান।

২। ১০০ রোল কটন ফ্রেব্রিক্স।

সারাদেশ এর আরও খবর: