কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত।

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছেন।
মঙ্গলবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় আহতদের বসতবাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে বিরোধ ছিলো অভিযুক্তদের সাথে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃত আমরু মিয়ার ছেলে জয়নাল মিয়া, জয়নাল মিয়ার ছেলে কোকা মিয়া ও তারেক মিয়া, মৃত উমর মিয়ার ছেলে হাছন মিয়া গংদের নেতৃত্বে লাঠিসোটা, দা সহ দেশিয় অস্ত্র দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন রহিম উল্লার ছেলে এবং মেয়ে, মতলিব মিয়া (৫৫), মুসলিম মিয়া (৩৬), সুরজাহান বেগম (৩৮)।
ঘটনায় আহত মুসলিম মিয়া, সুরজান বেগম এবং মুসলিম মিয়াকে স্থানীয়রা দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় সুরজাহান বেগম বলেন, দীর্ঘ দিন থেকে জয়নাল মিয়া গংরা আমাদের সাথে অমানবিক নির্যাতন করে আসছে। তারা যখন তখন আমাদের কে আক্রমণ করে প্রাণে মারার হুমকি দেয়। আমরা আমাদের নিরাপত্তার জন্য কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, আশা করছি প্রশাসন এর সুবিচার করবে।
এ ব্যাপারে অভিযুক্ত জয়নাল মিয়াকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হন নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।