বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন   |   সারাদেশ





মাইনুল ইসলাম রাজু 



আমতলী বরগুনা প্রতিনিধি।



আজ সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সূবর্ণ জয়ন্তিতে স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএস ও জাগোনারী আয়োজিত ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের

এ্যাডভোকেসী  সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, পৌর প্রশাসক মি : অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. সালেহ ফারুক, সাবেক সিভিল সার্জন ডা.হারুন অর রশিদ, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি ও সাংবাদিক জাকির হোসেন মিরাজ। 


সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসক ও লজিস্টিক সংকটের চিত্র তুলে ধরেন এবং দ্রত সংকট নিরসনের দাবী জানান।


অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইয়ুথ ভলান্টিয়ার,এনজিও ও সুশীল সমাজের  ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সারাদেশ এর আরও খবর: