**খাগড়াছড়িতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে ব্র্যাক, পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ সচেতনতামূলক কর্মসূচি*

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন   |   সারাদেশ




**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: **


খাগড়াছড়িতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে ব্র্যাক, পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।


ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমে ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পৌর এলাকার আরামবাগ, শান্তিনগর, গঞ্জপাড়া, মহাজন পাড়া ও বাজার এলাকায় ড্রেন, নালা ও ঘরের আশপাশের জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়।


এ সময় মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হয়—কীভাবে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষভাবে জমে থাকা পানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব ও বদ্ধ ড্রেন নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়।


কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক প্রসেনজিত দাস, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা নাজমুল হোসেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মাসুদ রানা, রেড ক্রিসেন্টের সদস্য, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।


জেলা ব্যবস্থাপক প্রসেনজিত দাস বলেন, “খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনসচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ চালিয়ে যাওয়া হবে।”


এ ধরনের সম্মিলিত উদ্যোগ এলাকার জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

সারাদেশ এর আরও খবর: