বাগাতিপাড়ায় ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ।

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ





জাহিদ হাসান 



স্টাফ রিপোর্টার



নাটোরের বাগাতিপাড়ায় ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ  বাস্তবায়নে“পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় উঠান বৈঠক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নাটোর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, অতিরিক্ত পরিচালক (পিআরএল), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ ফিরোজ আলী, অতিরিক্ত কৃষি অফিসার, বাগাতিপাড়া। কৃষিবিদ উম্মে ছালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার, বাগাতিপাড়া। উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়, উপজেলা কৃষি অফিসার, বাগাতিপাড়া।সভায় কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে ব্যাংকিং সহায়তা সহ আয় বর্ধক কর্মকান্ড  বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগাতিপাড়া, এবং সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক পিএলসি।

সারাদেশ এর আরও খবর: