চট্টগ্রাম কোতয়ালী থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ১জন আসামী আটক।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ খায়রুল বাসার সাজিদ, এএসআই সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ইং ১৬/০৮/২০২৫খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ৬৩৪/২৩, সিআর- ১৭৯৪/২২(কোতেয়ালী) সংক্রান্তে ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ০২। দায়রা- ২২১৫/১৬, সিআর- ৮৪১/১২(পাঁচলাইশ) এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল বাতেন, পিতা-ইব্রাহিম খন্দকার, সাং-৯৪, এসএস খালেদ রোড, জামালখান, কোতোয়ালী, চট্টগ্রাম'কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।