যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানা যশোরের যৌথ টিমের অভিযানে অস্ত্র মামলার প্রধান আসামি আটক।
মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর কোতয়ালী থানার এসআই নকিব ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ইং- ২৫/১০/২০২৫ খ্রিঃ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল-১৩ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর কোতয়ালী মডেল থানাধীন ৬নং কাশিমপুর ইউপির দৌলতদিহি (হিন্দুপাড়া) গ্রামস্থ জনৈক হুমায়ন কবির (৬৭) এর বাড়ীতে অবৈধ অস্ত্র-গুলি নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর লক্ষ্যে কতিপয় সন্ত্রাসীরা অবস্থান করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এসআই নকিব ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৫/১০/২০২৫ খ্রিঃ ২০.৩০ ঘটিকার সময় জনৈক হুমায়ুন কবির (৬৭) এর বাড়ীর সামনে পৌছালে আসামী মোঃ শাকিল শেখ (২০) সহ তার সহযোগী আসামীরা পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জনৈক হুমায়ুন কবির এর বাড়ী তল্লাশীকালে বাড়ীর দুয়ারী বসত ঘরের সামনে ছাপড়ার রান্নাঘর এর মধ্যে থাকা চুলার পশ্চিম পাশে মাটি খোড়া দেখতে পেয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাটি খুড়ে ১ ফুট মাটির নিচে পুতে রাখা অবস্থায় ০১ (এক) টি পিস্তল, যাতে একটি ভাঙ্গা ম্যাগাজিন সংযুক্ত, ০১ (এক) রাউন্ড গুলি উপস্থিত সাক্ষীদের দেখানো ও সনাক্তমতে এসআই নকিব ইকবাল হোসেন উদ্ধার পূর্বক ২৫/১০/২০২৫ খ্রিঃ ২১.১৫ ঘটিকার সময় জব্দ করে। এসআই নকিব ইকবাল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পলাতক আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬২, তারিখঃ ২৬/১০/২০২৫ ইং, ধারাঃ ১৯অ/১৯(ভ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ রুজু হয়।
মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশক্রমে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) সিমন হাওলাদার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম আধুনিক পুলিশী কলাকৌশল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী মোঃ শাকিল শেখ (২০)কে ২৭/১০/২০২৫ ইং তারিখ ভোররাতে খুলনা জেলার রুপসা থানাধীন আইজগাতী এলাকা হতে গ্রেফতার করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামী মোঃ শাকিল শেখ (২০) বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলায় ০১টি মাদক ও ০১টি বিস্ফোরক মামলা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে ইং- ২৭/১০/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ-
মোঃ শাকিল শেখ (২০)
পিতা-মোঃ হুমায়ন কবির শেখ, মাতা-মৃত আলেয়া বেগম, সাং-দৌলতদিহি (হিন্দু পাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর।
