যশোর বেনাপোলে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে বেনাপোল পোর্ট থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। আওয়ামী ফ্যাসিবাদীরা লগি-বৈঠা দিয়ে নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লজ্জাজনক।”
বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যার ন্যায়বিচার দাবি করেন এবং দেশের গণতন্ত্র ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।
