যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় অবৈধ মাদকবিরোধী অভিযানে ১৬০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ যশোর।

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ



মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ গোয়েন্দা শাখা, এসআই(নিরস্ত্র) মোঃ কামাল হোসেন, এএসআাই নির্মল কুৃমার ঘোষ সঙ্গীয় ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং-২৭/১০/২০২৫ তারিখ কোতয়ালী মডেল থানা এলাকায় অবৈধ মাদকবিরোধী অভিযানে পরিচালনাকালে পাচবাড়িয়া আমতলা মোড়ে অবস্থানকালে অনুমান ১৯:১০ ঘটিকার সময় গোপন সূত্রে  জানতে পারে ইছালী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড কাশিমপুর মাঠপাড়া মোঃ সোহান মোল্লা(২৫) এর বসতবাড়ির সামনের উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দশ্যে অবস্থান করছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  ইং-২৭/১০/২০২৫ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের সময় মোঃ সোহান মোল্লা (২৫), প্রিন্স মাহমুদ (৩৭) ও ইয়াসিন আলী (২৪)কে গ্রেফতার করে এবং  মোঃ সোহান মোল্লা(২৫) এর কাছ থেকে ১০০(একশত) পিচ, প্রিন্স মাহমুদ (৩৭)  এর কাছ থেকে ৩০(ত্রিশ) পিচ ও ইয়াসিন আলী (২৪) এর কাছ থেকে ৩০ পিচ সর্বমোট ১৬০ (একশত ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা জব্দ করে। 


আসামীদের ইং ২৮/১০/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 


গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ


১। নামঃ- মোঃ সোহান মোল্লা(২৫)

পিতা-মোঃতাহের মোল্লা 

মাতা-রোকেয়া বেগম 

সাং- হাশিমপুর 

থানা- কোতোয়ালি 

জেলা - যশোর। 


২। নামঃ- প্রিন্স মাহমুদ

পিতা-মোঃ মিজানুর রহমান 

মাতা-মোছা হাসি বেগম

সাং-শেখহাটি জামরুল তলা

থানা- কোতোয়ালি  

জেলা- যশোর।


৩। নামঃ-  ইয়াসিন আলী

পিতা-আকবর আলী মোল্লা 

মাতা-সাহেদা বেগম 

সাং-চন্ডিপুর

থানা - বাঘারপাড়া 

জেলা- যশোর।

সারাদেশ এর আরও খবর: