যশোর পালবাড়ী মোড় থেকে বার্মিজ চাকু সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ যশোর।

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ গোয়েন্দা শাখা এসআই(নিরস্ত্র) শেখ আবু হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্রগুলি উদ্ধার অভিযানে পালবাড়ি মোড়ে অবস্থানকালে অনুমান ১৪.৫৫ ঘটিকার সময় গোপন সূত্রে  জানতে পারে ৩/৪ জনের জন উঠতি বয়সের ছেলে হাতে চাকু/ছুরি নিয়ে ছিনতাই/মারামারী করার উদ্দেশ্যে কোতয়ালী থানাধীন উত্তর আরবপুর সাকিনস্থ পাওয়ার হাউজপাড়া রংধনু গলীর পশ্চিমের শেষ মাথায় জণৈকমসরোয়ার হোসেন ড্রাইভার এর ভাড়া দেওয়া বাড়িতে অবস্থান করছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে ইং-২৭/১০/২০২৫ তারিখ ১৫.১০ ঘটিকার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের সময় গ্রেফতার করে। মোঃ জাহিদ হোসেন(২৫) ও মোঃ মহন সরদার(২০) আসামীর হেফাজত হতে ০২টি বার্মিজ টিপ চাকু জব্দ করে। জিজ্ঞাসাবাদে তারা নাম ঠিকানাসহ প্রকাশ করে যে, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা পরস্পর যোগসাজসে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় তাদের হাতে থাকা চাকু/ছুরির ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও বাঁধাগ্রস্থ হলে মারামারী সংঘটনসহ বিভিন্ন ব্যক্তির ভাড়াটে হিসেবে আইন-শৃংখলা বিঘ্নকারী সন্ত্রাসী কর্মকান্ডে অংশ গ্রহণ করে থাকে।


গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ


১। মোঃ জাহিদ হোসেন(২৫)

পিতা- হামজা হাসান, মাতা- আমেনা বেগম

সাং- আরবপুর পাউয়ার হাউজপাড়া (সরোয়ার হোসেন ড্রাইভার, পিতা-মৃত আফসার

খন্দকার এর বাড়ির ভাড়াটিয়া)

২। মোঃ শুকুর আলী(২৩)

পিতা- মৃত মুরাদ আলী, মাতা-ছাহেরা বেগম

সাং-শংকরপুর আশ্রম রোড

৩।মোঃ মহন সরদার(২০)

পিতা- মোঃ জিন্নাত সরদার, মাতা-শিলা বেগম

সাং-রেলগেট পশ্চিমপাড়া, সর্বথানা-কোতয়ালি, জেলা-যশোর।


উদ্ধারঃ

১। ০২ টি বার্মিজ টিপ চাকু।

সারাদেশ এর আরও খবর: