আগুন ঝরা মার্চ ------

--------------------//রওশন আরা আঁখি
পাকিস্তানি সরকারের
অত্যাচারীর সীমা যখন ছাড়িয়েছে,
শান্তি প্রিয় বাংগালির ধৈর্যের বাঁধ ভেংগেছে।
বাংগালি আর থাকবে না বসে
ওদের এবার দমন করতে হবে কষে।
তখন ছিল একাত্তরের মার্চ মাস
বাংগালিরা করছে হাসফাস।
একটি ঘোষণা
বাংগালির জাগল প্রেরণা।
সাত ই মার্চের
বংগবন্ধুর বজ্রকণ্ঠ আওয়াজ
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
বাংলার জনগণ ফুসে উঠল,
যার যা কিছু আছে তা নিয়ে
ঝাঁপিয়ে পড়ল।
চারদিকে জ্বলছে
আগুনের লেলিহান শিখা
বাংগালির চোখে মুখে
মুক্তির স্বপ্ন যাচ্ছে দেখা।
ওদের আছে,
অস্ত্র,কামানের গুলি, মেশিনগান
বাংগালি অনায়াসে হাসি মুখে
দিয়ে যাচ্ছে প্রাণ।
এ প্রাণ বলি যেন আনন্দের,
এ প্রাণ বলি একটা স্বপ্ন জয়ের।
এ প্রাণ বলি একটা সবুজ ভুমি জয়ের।
ওদেরকে পরাস্ত করতে হবে,
ওদের বাংলার ভূমি ছাড়তে হবে।
দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধ করেছে
হামিদুর, কামাল, জাহাঙ্গীর,
যুদ্ধ করে ওরা হয়েছে বাংলার বীর।
লাখ লাখ বাংগালীরাপ্রাণ দিয়েছে
স্বাধীন বাংলার আশায়,
আগুন ঝরা মার্চের ঘটণা,
বর্ণনা করে শেষ করার
ভাষা নেই কারো জানা।।