কবিতাঃ স্বপ্ন সাথী।

কলমে : কাবেরী ঘোষ
বসে আছি মোর দ্বারে তোমারি পথের পরে
চেয়ে আছি শূন্য পানে উদাসীন মনে
আমার না বলা কথা গুমোরি উঠে যে ব্যথা
কহিতে পারিনা কারো সনে।
কাজে কর্মে দিন যায় নিশি যাপি অনিদ্রায়
ফিরে যায় অতীতের তীরে
স্মৃতির ঢেউ এর সাথে খেলা করি আধি রাতে
সুখের নৌকা ভাসি নীরে।
স্বপ্নরা উঁকি মারে ছন্দ ভাঙ্গিয়া ফেলে
আধো ঘুম আধো জাগরণে
স্মৃতিরা স্বপ্ন হয়ে মালা গাঁথে একই সনে
সাজায় আমাকে আভরণে।
তোমার চরণ ধ্বনি শ্রবণে আনে যে বাণী
জাগায় হৃদয়ে আকুলতা
ছুটিয়া ধরিতে চাই নিমেষে হারিয়ে যায়
রেখে যায় দুঃসহ ব্যথা
সময় আসিবে কবে শুভক্ষণ হবে যবে
রাখিবে চরণ মোর দ্বারে
এত যে কথার ভার সহিতে পারিনা আর
গেঁথে ছি কথারমালা তোমারি তরে
কিছুটা বাস্তবতা কিছুটা কল্পনা
কবিমন ছবি তার আঁকে
কোন ফুল ফুটে যায় কোনটি ঝরিয়া পড়ে
কেহ তার খোঁজ নাহি রাখে।