কবিতা........আপন নীড়"

জাহাঙ্গীর আলম
..................................
আমি সারাদিন ভর ঘুরি
রাত হলেই ক্লান্ত শরীরে
আপন নীড়ে ফিরি,
সেথা যেতে পারি
যেথা দেখি ঘুড়ি
লাল- নীল- বেগুনী,
দুঃখগুলো উড়িয়ে বলি-
ওহ্ -সরি- সরি।
যেথা করি আড়ি
অসৎ স্বর্গে বাড়ি,
অথচ--
দুঃখের সনেও থাকতে পারি,
তবুও--
আপন নীড়ে-ই
বাস করি।