ওগো বৃষ্টি

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২০, ১০:১৩ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


-খোরশেদা মল্লিক ডলি 


বৃষ্টি তুমি থেমে যাও আর ঝরোনা 

 এই বরষার দিনে কিংবা রাতে,

বিজলীমুখর বর্ষার এই বৃষ্টিফোঁটা 

আকাশ গাঙ্গে মেঘেরা মাতাল সংগীতে। 


ফুলের গন্ধে জলের ছন্দে উতলা মন

বৃষ্টি হয়ে ঝরবো আমি চুপটি সারাক্ষণ, 

বৃষ্টিভেজা পায়ের নুপুর আপনমনে 

কদম ও গুচ্ছ মেঘমালা পাতায় শিহরণ। 


বৃষ্টি তুমি একটু থামো প্রহর যাচ্ছে পেরিয়ে 

কি করে আসবে ভ্রমর যদি তারে দাও ভিজিয়ে, 

চমকানো বিজলীবাতি  আসতে করবে মানা

ভ্রমর যে আসছে মধুমালতী গায়ে।।