মোহিনী

খোরশেদা মল্লিক ডলি
সকালের স্নানে তোমার প্রথম দৃষ্টি
আমার শরীর, বুক শিহরিত কম্পনে,
উচ্ছল ঢেউয়ে আমি থেমে যাচ্ছি
প্রথম প্রেম সমুজ্জ্বল অনুভব হৃদয় গভীরে।
তোমার দুচোখ আমাকে খুজে না আজ
জীবনের অনেক অতীত ব্যাপ্তি কুয়াশায় ঘেরা,
তুমি কেবলই দূরতম বিকেলের নক্ষত্র
আমার হৃদয় তবুও তোমার কাছে।
এক বসন্তের রাতে তোমার দেখা পাই
সেই স্নিগ্ধ মালতী -সৌরভে আমি অপরূপ,
জ্যোস্নার বাতাসে প্রেমের অপূর্ব বাসনা
আমার সমস্ত হৃদয় কৃষ্ণচূড়ার গায় আঁচরাচ্ছে।
তোমাকে বহুদিন, বহুবছর দেখিনা
ফাল্গুন আকাশে অন্ধকার আসে যেমনি,
তোমার কান্নার সুরে পৃথিবী ভরে গিয়েছে
মেঘ দুপুরে উড়ে কাঁদে তোমার মোহিনী ।।