অনুপ্রেরণা।

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২০, ০৫:২৪ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


--------------//রওশন আরা আঁখি


জীবনকে থামিয়ে দেয়ার হাজার মানুষ আছে,

জীবনকে এগিয়ে নেয়ার

ক'জন আছে পাশে?

আশা নিয়ে যেখানে বাঁধিবে বাসা

সেখানেই চলে রং তামাশা। 

ঈর্ষা, পরশ্রীকাতরতা, অহমিকা 

রন্ধ্রে রন্ধ্রে বেঁধেছে বাসা।

কার সাধ্য আছে করবে দূর?

অন্তরে অন্তরে ফারাক বহুদূর। 


হিংসা, বিদ্বেষ এর চরম দুঃসময়, 

চলছে ভুবনময়।

ক্ষনে ক্ষনে প্রকৃতির প্রতিবাদ, 

জানান দেয় মানবজীবনের স্বাদ,

সেতো বেশিদিন নয়,

শতবছর ও টিকে না

হয়ে পড়ে ক্ষয়।


তবে কেন এত অহমিকার বাড়াবাড়ি? 

ভেবেছো কখনো কি?

কেন এত দুরত্ব, কেন এত বৈষম্য? 

চলি না একসাথে!! 

যতদিন জীবন আছে।

থমকে যাওয়া জীবনের পাশে,

অনুপ্রেরণা, ভালোবাসার সাথে,

জীবনকে বাঁচতে শিখাই,

জীবনকে না থামিয়ে  

দু কদম এগিয়ে দেই।