বন্দী রাজরাণী

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


কবি - রফিকুল ইসলাম  ঃ


"বন্দী আছে রাজরাণী

  রাজপ্রাসাদের গহীনে,

 অশ্রু তাহার নিত্য সঙ্গী 

     ছোট্ট এই জমিনে ! 


মন যেথায়  যেতে চায়

    থাকে না ঘরে, 

কি হবে আটকে রেখে ? 

    চলে যাবে পরে । 


মন হলো প্রধান মাধ্যম

   যোগাযোগের বাহন,

মনের মাধ্যমে হবে আমার 

      প্রেমের সাতকাহন  ! 


রাখতে যদি নাই পারেন

     কেন তবে বন্দী ? 

ব্যর্থ হয়ে ছক এঁকেছেন 

 এঁকেছেন হাজার ফন্দী । 


চাই গো তোমায় 

   সাধনা তুমি,

মুক্ত করবো তারে

 জানে অন্তর্যামী !!!