কবিতা: প্রিয় কবি নজরুল।

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ০৩:১৭ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


লেখক, 

মোঃ হাবিবুর রহমান


প্রিয়তমাকে চেয়েছেন দিতে

খোঁপায় তারার ফুল!

আর কেউ নয় তিনি

প্রিয় কবি নজরুল।

সূর্যি মামার আগে আমার

উঠতে হবে জেগে

মধুর করে বলেছেন কবি

শুনেছি শৈশবে।


মুক্ত হতে শিখিয়েছো মোদের

করিয়েছো সংকল্প,

বদ্ধ ঘরে থাকবো না আর

জগতটা দেখবো।

ভোর হলো দোর খোলো

খুকুমণি ওঠরে.....

ছোটদের জন্য লিখেছো তুমি

কতনা যতন করে।


দারিদ্রতা দেখেছো তুমি

সন্নিকটে থেকে

তাইতো তোমায় দুখু মিয়া

সবাই ডেকেছে।

অন্যায়ের বিরুদ্ধে ছিলে তুমি

সর্বদা সক্রিয়,

থামাতে পারেনি তোমার কলম

কারাগারে দিয়েও।


কবিতা,গল্প, প্রবন্ধ, উপন্যাস

আর ছড়া লিখেছো কত 

শ্যামা সঙ্গীত,গজল,কাব্য

আরো গান লিখেছো শত শত।

বাংলা সাহিত্য করেছো সমৃদ্ধ

জাতি কোনো দিন ভুলবে না,

সাম্যবাদী,বিষের বাঁশি

আরো লিখেছো অগ্নিবীণা।


তোমার কথা কি লিখবো আর

আমার এ ক্ষুদ্র জ্ঞানে

তুমি মোদের জাতীয় কবি

সবাই তা জানে।

কবরে আজানের ধ্বনি শোনার

ইচ্ছে তোমার হয়েছে কবুল।

ঢাবি মসজিদ প্রাঙ্গণে শায়িত

প্রিয় কবি কাজী নজরুল।