বাবুসাহেব।

খোরশেদা মল্লিক ডলি
এখনও সময় স্থির নয় তুমি আজ মৃত মানুষ,
তাই আজ আর লিখতে পারছি না
কেমন আছ বাবুসাহেব?
একটা কুঞ্চিত আবেগ তৈরি হয়ে উষ্ণ অদ্ভুত আগুন জ্বলছে শরিরে।
ইচ্ছে করে মুখোমুখি দাঁড়াবার
ঘৃণায় - বেদনায়- আক্রোশে,
জানোনা কি প্রবাহমান যন্ত্রনা আমার ভিতরে
মৃতের মত মিশে আছে
আর কোনদিন বলবো না
আমি তোমাকে চাই।
ফিরে আসো আমার পৃথিবীতে,
আলিঙ্গন করো অস্পষ্ট বাতাস,
পৃথিবী ও আকাশের পাশে আমি নেই
নেই আমি একান্ত বিশ্বাসে।
বাবুসাহেব আমাদের প্রেমের গল্প শেষ
তবুও আজ মনে হয়
আমাদের ভালোবাসাই খুজে নেবে শতাব্দীর সূর্যোদয়।।