খোলা চিঠি ৬৪ জেলা বিএইচএএর কাছে প্রশ্ন?

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


সকল জেলা বিএইচএএর  নেতৃবৃন্দের কাছে আবেদন করছি,, আপনারা আর কত বসে থাকবেন?  সামাজিক যোগাযোগ মাধ্যম (এফবিতে) স্বাস্থ্য সহকারীদের আর্তনাদ কি আপনাদের চোখে লাগার মতো নহে!  আমরা যারা উপজেলায় দায়িত্বে আছি বা আছেন তাদেরকেও জবাব দিতে হয়,, দাবী কেন অধরায়!!! সকল স্বাস্থ্য সহকারীগন আন্দোলনের জন্য মুখিয়ে আছেন,, আর আপনারা যারা জেলার দায়িত্ব আছেন তাদের ভূমিকা এখন অসহায়ের মতো মুখ থুবরে পড়ে আছে?  আপনারা দাবী আদায়ের জন্য জোরালো ভূমিকা রাখুন দয়াকরে। আপনারা কাকে সহযোগিতা করবেন ঠিক করুন সময় চলে যায়, না নতুন করে কিছু ভাবছেন?  

অনেক তো ঐক্য  নামক খেলা হলো,, দাবী কি ধরা দিয়েছে!  বিনিময়ে তিনটি বছরের অধিক সময় চলে গেলো আমাদের জীবন থেকে?  আর চুপ করে বসে থাকার সময় নাই, করোনা কালীন সময়ে অনেক ডিপার্টমেন্টের গ্রেড পরিবর্তন ও দাবী আদায় হয়,, আমাদের বেলায় হাজারো অযুহাত কেন?  নিজেদের বিবেগকে প্রশ্ন করুন আর কত অবহেলার স্বীকার হবেন? 

সকল স্বাস্থ্য সহকারীদের পক্ষে,,, 

সাইদ শিকদার , স্বাস্থ্য সহকারী, 

 মুকসুদপুর, গোপাল গঞ্জ।