স্মৃতি ।। ____সুব্রত চৌধুরী।

তোমাকে দেখার পূর্বে সবকিছুই ছিল কেবলই দৃশ্য,
একঘেয়ে আর ক্লান্তিকর,
তুমিই ছিলে প্রথম সৌন্দর্য।
তখন আমার কাছে প্রেম মানে শুধুই পাগলামি ,
তুমি মানেই প্রেম অথবা প্রেম মানেই তুমি ।
তারপর সেই প্রেম কখন অগোচরে
নিছক খেলায় রুপান্তরিত হলো জানা নেই!
আমাদের প্রেম সাপলুডুর ঘর ছেড়ে
একসময় উঠে এলো দাবার কোটে,
জয়ের নেশায় মত্ত দুজন দক্ষ দাবাড়ু
ষোল গুটির ছক সাজাতে থাকলাম।
অবশেষে সেই খেলায় পরাজিত আমি
পলাতক হয়ে লুকিয়ে রইলাম স্মৃতি ভুলতে
চেনা মানুষের ভিড় এড়িয়ে অচেনা ডেরায় ।
লুকিয়ে থেকেও কি নিষ্কৃতি মেলে
দুঃসহ স্মৃতির শীতল স্পর্শ থেকে?
হায় সহস্র সুখস্মৃতিও তো পারেনা
মুছে দিতে যন্ত্রণাক্লিষ্ট একটা ব্যাথার স্মৃতি!
আমার সেই স্মৃতিগুলো যদি
মুছে যেত বৃষ্টির ফোঁটায়
হারিয়ে যেত ঝরে যাওয়া হলুদ পাতায়,
তবে আমি ভেঙে যাওয়া মৌচাকের মৌমাছিদের সাথে
উড়ে যেতাম নতুন কোন বনে,
আবার চাক বানাতাম
নাম না জানা কোন বৃক্ষ শাখায়।