চন্দ্র বালিকা।

কবি-মোঃ বিপ্লব মুন্সীঃ
আজকের রাত ধূসর বিশাল নিরবতার,
ধূসর বিশাল শূন্যতার।
সারা রাত চন্দ্রমার দিকে তাকিয়ে,
সেই সন্ধ্যায় বকুল গাছটার মগডাল থেকে নিয়ে এখন বিদায়ের পথে.......
তোমার দিকেই তাকিয়ে এক দৃষ্টিতে....
কই তুমি তো এলে না, নিরব শূন্যতা কাটাতে...
যদি এক বার ভূল করেও তাকাতে,
উত্তল দর্পনের মত তোমার প্রতিবিম্ব দেখতাম আমি ঐ ইন্দু জালে।
তুমি তো অন্ধকার ভয় পাও
বোকা মেয়ে চন্দ্র উদিত হলে, আঁধার কেটে যায় কত বার বুঝাবো.....?
কিন্তু আজ তুমি কোথায়??
কথা তো ছিলো এক সাথে চাঁদ দেখবো.....
তাকিয়ে থাকতে থাকতে সুধাকর হয়েছে বিরক্ত,
নয়ন তারাও পরিপূর্ণ ধারাপাতে।
বিদায় বেলায় যখন সুধাকর পশ্চিমে ঢলে পড়লো,
আর বললো,
চুপিচুপি সে তোমাকে দেখেছে,
তোমার বন্ধ জানালার ফাঁকে।
অপেক্ষা করতে বলেছে আর একটা রাতের....
আমার আর কি ই বা করার আছে বলো.... (.....) ছাড়া।