তোমাকে ভালোবাসি বলেই - খন্দকার সালাউদ্দিন রানা

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


তোমাকে ভালোবাসি বলেই,
লিখে দিতে পারি অাত্মার সমস্ত সুখ -
তোমারী নামে;
অপ্রত্যাশিত শত কষ্ট-ব্যাথা 
শান্ত চিত্তে গ্রহন করতে পারি।
তোমাকে ভালোবাসি বলেই-
নিরবে সহ্য করতে পারি অাঘাত অপমান
অবাঞ্চিত শত ব্যঙ্গ কথা,
হাসিমুখে বিসর্জন দিতে পারি 
কাঙ্খিত চাওয়া পাওয়া।
তোমাকে ভালোবাসি বলেই -
তোমায় দেখার ইচ্ছায় ছটফট করতে থাকি---
অামার ভেতর অামি,
তাইতো তুমি অামার-নিয়ত চিন্তার-
কবিতার পটভূমি।