বড়াইগ্রামে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান উদ্বোধন

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন   |   সারাদেশ




জাহিদ হাসান 

 (নাটোর) প্রতিনিধি:


”পিপিআর রোগের টিকা দিন ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” এই স্লোগান গানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মুল ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে "বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন, বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। উপজেলা প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এসময় বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আমীর হামজা, প্রমুখ। বড়াইগ্রাম উপজেলা প্রানীসম্পদ অফিসার মোঃ আমীর হামজা বলেন, পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারা দেশব্যাপি একযোগে পিপিআর রোগের গনটিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই সারা দেশব্যাপি পিপিআর রোগের গনটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়ন, ও পৌরসভায় এক যোগে এই গনটিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে।