গুইমারা উপজেলা প্রশাসন এবং গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা উদযাপন।

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন   |   সারাদেশ





মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


বর্ণাঢ়্য র‍্যালী, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরন করছে গুইমারা উপজেলা প্রশাসন এবং গুইমারা উপজেলা বি এন পি এবং অংগ ও সহযোগী সংগঠন।


১লা বৈশাখ ১৪৩২ উপলক্ষ্যে সকাল ৯:০০ টায় গুইমারা উপজেলা প্রশাসনের একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি গুইমারা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে গুইমারা ডাক্তারটিলা হয়ে আবার পুনরায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে শেষ হয়।


এরপর গুইমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ়্য বিশাল র‍্যালী বের হয়। উক্ত র‍্যালীটি গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে গুইমারা ডাক্তারটিলা হয়ে গুইমারা বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে আবার গুইমারা উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।


র‍্যালীর পর গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাঙ্গালীর শতবর্ষের লালিত ঐতিহ্যের সাথে আজ বাংলার ক্ষুদ্রনৃগোষ্ঠি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশু উৎসব। আর এসকল উৎসব একাকার হয়ে তৈরি হয়েছে সাম্প্রদায়িকতার এক অনন্য নজির। বাংলা নববর্ষ তথা পুরো বাংলাদেশ তথা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেরই একটি গুরুত্বপূর্ণ দিন। এটি বাঙ্গালী জাতীর অস্তিত্ব রক্ষার তাৎপর্য বহন করে। তিনি আরও বলেন, পহেলা নববর্ষ সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষার ও একটি মাধ্যম।