গোপালগঞ্জ জেলা প্রশাসক এর নিজের হাতে লেখা কবিতা

একদিন বিকেলের আলো নিভে এলে
আমি তার পাশে গিয়ে দাড়াবো তখন
যে আমাকে দিয়ে গেছে ব্যাথা, পৃথিবীতে
সবচেয়ে বেশি -
তার কাধে মাথা রেখে
জানতে চাইবো মৃদুস্বরে
আর কত টুকু ব্যাথা এখনো রেখেছে পুষে
বুকের গভীরে
ছায়া ছায়া অন্ধকারে আর কতটুকু
আলো ঢালা হলে
সে ঘুমাবে অঘোরে,
এইসব বিপন্ন সময়ের ক্লান্তি ভুলে।
ভালবাসা এক নীল প্রজাপতি
একা একা ফুলে ফুলে ঘোরে
গান গেয়ে গেয়ে-
ছুয়ে দিলে, মৃত পরাগের রঙ লেগে থাকে
আংগুলের ডগায় ডগায়।
পৃথিবীতে এলোমেলো পড়ে আছে
এত ভালবাসা-
তবুও দিতে দিতে ফুরিয়ে গেলে পরে
শুন্য চন্দন পাত্র নিয়ে সে
হারিয়ে যায় সন্ধ্যার জলের অতলে।