চোখের জলে টুঙ্গিপাড়ার এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাকের বিদায়।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চোখের জলে টুঙ্গিপাড়া উপজেলা থেকে বিদায় নিয়েছেন। নরসিংদীর শিবপুরে বদলি জনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বিদায় সংর্ধবনায় কর্মকর্তা ও কর্মচারীরা শ্যামল চন্দ্র বসাকের কর্মকান্ডের ব্যাপক প্রসংশা করেছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় টুঙ্গিপাড়ায় সহকারি কমিশনার ভূমি পদে যোগদান করেন দিদারুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এবং উপজেলা নির্বাহী অফিসার মো. নাকিব হাসান তরফদার সভাপতিত্ব করে এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
সভায় বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ,এফ,এম, নাসিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোহসীন রেজা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাজেদুল হক, পরিসংখ্যান অফিসার ফণি ভুষণ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মানবরঞ্জন বাছাড়, মৎস্য অফিসার দেবাশীষ বাছাড় প্রমুখ।
এ সময় সাংবাদিকসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।