চিতলমারীতে লোকাল বাসের টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যানার ও দোকান পাট ভাঙ্গচুর ও লুট আহত ৩।

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ০১:৫৩ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

  চিতলমারী কুনিয়া স্টান্ডে গোপালগঞ্জ টু বাগেরহাট লোকাল বাসের টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যানার ও দোকান পাট ভাঙ্গচুর ও লুট আহত ৩ চিতলমারী উপজেলার ২ নং কলাতলা ইউনিয়নের কুনিয়া স্টান্ডে গোপালগঞ্জ টু বাগেরহাট লোকাল বাসের টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যানার ও দোকান পাট ভাঙ্গচুর ও লুট আহত হয়েছেন ৩ জন। এবং নৌকার ফলোতে আগুন ধরিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে।


সোমবার রাত সাড়ে ৯ টার দিকে দেশিও অস্ত্র নিয়ে মিষ্টি দোকান সহ মোট ৩ টি দোকান ভাঙ্গচুর ও লুট করা হয় । এ ছাড়া ২ নং কলাতলা ইউনিয়নের কুনিয়া বাস স্টান্ডে মো: ইমরুল, মো:ইকবাল ও মোঃ শেহাব এট নেতৃত্বে আওয়ামী লীগের ব্যানার ও নৌকার ফলোতে আগুন জ্বালিয়েছে বলে অভিযোগ রয়েছে।


এ সময় মো: নিজামুল হক (৮০) সহ মোট ৩ টি দোকান ভাঙ্গচুর ও লুট করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


এ ঘটনায় আহতরা হলেন, মো: বাইজিত শেখ (২৫),মো: রাব্বি শেখ (২২) ও মো: আলামিন শেখ (২৭) আহতদের সবাইকে এলাকা বাসি গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ সকল তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা।


অভিযোগের বিষয়ে মো: মোহন আলী শেখের ছেলে মো: ইকবাল হোসেন জানান, গোপালগঞ্জ টু বাগেরহাট লোকাল বাসের টাকা তোলার জন্য ৩ জন লোক লাগবে । তবে ২ জনকে নেয়া হয়েছে। এসব বিষয়ে এক পর্যায় কথা কাটাকাটির মাধ্যমে দুপক্ষ সংঘর্ষ লেগে যায়।


অভযুক্ত আর ২ জন মো: ইমরুল ও মো: শেহাবের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।


এ ব্যাপারে চিতলমারী থানার তদন্ত ওসি মো: ইকরাম হোসেন জানান , আমাদের কাছে কোন অভিযোগ আশে নাই। অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: