মুজিব বর্ষের অঙ্গিকার নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচী।

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ০৩:২৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্যাপক ভূমিকা রাখে। আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান অক্সিজেন যা গাছের মাধ্যমে পেয়ে থাকি তাই আমাদের জীবনে গাছের তুলনা অপরিসীম।

মুজিব বর্ষের অঙ্গীকার,,কৃষি হবে দূর্বার”এমন স্লোগানকে সামনে রেখে সরকারের সিদ্ধান্ত মোতাবেক কৃষিকে সব্বোর্চ্চ প্রাধান্য দিয়ে গোপালগঞ্জ রেলস্টেশন এলাকাসহ গোটা জেলায় রাস্তার পাশে গাছ রোপনের কাজ শুরু করেছেন জেলা প্রশাসন।

আজ শনিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ননী জানিয়েছেন, শুক্রবার গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা রেলস্টেশন এলাকায় রাস্তার পাশে সজিনা গাছের একটি ডাল রোপন করে নানান প্রকার গাছ রোপন কাজের শুভ উদ্ধোধন করেছেন। এসিল্যান্ড মো, মনোয়ার হোসেন বলেছেন, রেলস্টেশন এলাকায় কমপক্ষে ২ কিলোমিটার রাস্তার পাশে নানান ধরনের গাছ রোপন করা হবে। জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিকনির্দেশনা মোতাবেক গাছ রোপনের কাজ চলবে মুজিব বর্ষ শেষ হওয়ার আগ পর্যন্ত

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: